স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের নাসির উদ্দীনকে ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে জীবননগর থানা পুলিশ। জীবননগর টিঅ্যান্ডটি রোড থেকে গতকাল বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, জীবননগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের রেজা আহমেদের ছেলে নাসির ফেনসিডিল নিয়ে জীবননগর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছে। এ সংবাদ পেয়ে জীবননগর থানার এসআই আবুল হাসেম ও এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে টিঅ্যান্ডটি রোড থেকে একটি লাল রঙের মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তার নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।