আন্দুলবাড়িয়া বাজারে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সমিটার বিকল : জনদুর্ভোগ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় বাজারে দুটি ট্রান্সমিটার বিকল হয়ে পড়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বাজারের মিস্ত্রিপাড়া মোড় ও কাঁচাবাজার এলাকায় কয়েক দিন যাবত দুটি ট্রান্সমিটার বিকল হয়ে পড়ার জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্ট গ্রাহকরা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় মেহেরপুর পল্লি বিদ্যুত কর্তৃপক্ষকে বারবার জানানোর পর মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে।

গ্রাহকগণের অভিযোগসূত্রে জানা গেছে, মিস্ত্রিপাড়া ও কাচাঁবাজার এলাকায় বেশ কয়েক দিন যাবত বিদ্যুত সংযোগ ক্রটি দেখা দেয়। খবর পেয়ে বিদ্যুত বিভাগের লাইনম্যান ট্রান্সমিটারে কাজ করার পর ট্রান্সমিটার দুটি বিকল হয়ে পড়ে। কয়েক দিনে বিকল ট্রান্সমিটার সচল না করায় বাজারের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। গ্রাহকগণ অভিযোগ করে বলছেন, ট্রান্সমিটারের ধারণ ক্ষমতার বাইরে অতিরিক্ত সংযোগ দেয়ায় ট্রান্সমিটার দুটি বিকল হয়ে গেছে।