মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা তারানা হালিমের

 

স্টাফ রিপোর্টার: সদ্য দায়িত্ব পাওয়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম নিজ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। এদিন নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে অফিস করতে যান তারানা হালিম। অফিস সময় সকাল ৯টা হলেও এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব সকাল পৌনে ৯টায় সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশ করেন। এসময় তিনি বলেন, তার দফতর ও মন্ত্রণালয় সংশ্লিষ্টরা নির্দিষ্ট সময়ের পরে অফিসে এলে হাজিরা খাতায় লাল কালির দাগ পড়বে। এছাড়া তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। গত মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বৃহস্পতিবার ছিলো তারানা হালিমের প্রথম অফিস। বুধবার ছিলো সরকারি ছুটির দিন। শুক্রবার শুরু হচ্ছে ঈদের ছুটি। ছুটি শেষে সোমবার অফিস খুলবে। ফলে ঈদের আগে আজ প্রথম ও শেষ অফিস করলেন তিনি।