ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

মাথাভাঙ্গা মনিটর: কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলে ভারতের চালকবিহীন বিমান একটি গোয়েন্দা বিমান (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে ভারতের সেনা ও বিমানবাহিনী তাদের কোনো ড্রোন গুলি করে ভূপাতিত হওয়া কিংবা বিধ্বস্ত হওয়ার ঘটনা অস্বীকার করেছে। গত সপ্তায় রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠকের কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটলো। ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রই কাশ্মির ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে এ নিয়ে প্রতিবেশী রাষ্ট্র দুটির মধ্যে বিরোধ চলছে। কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধেও জড়িয়ে পড়েছিলো।