জীবননগরের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দীনের ইন্তেকাল : শোক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউনিয়ন পরিষদের দু’বার নির্বাচিত চেয়ারম্যান শরিফ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিসিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে গতপরশু বুধবার বিকেলে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের অসুখে ভুগছিলেন।

তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র নওয়াব আলী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর বাজার কমিটির আহ্বায়ক সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে খয়েরহুদা ঈদগা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে খয়েরহুদা কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে আজ শুক্রবার উথলী ইউনিয়নের সবগুলো মসজিদে জুম্মার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

Leave a comment