ঘাড়ের হাড় ভাঙলো সিনিয়র বুশের

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ পড়ে গিয়ে ঘাড়ের একটি হাড় ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মাইনে নিজের বাড়িতে তিনি এই আঘাত পান। বুশ সিনিয়রের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল এবং হাসাপাতালে খুব বেশি দিন তাকে থাকতে হবে না। পারকিনসন রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর সাবেক এই প্রেসিডেন্ট হাঁটতে পারেন না। ২০১৪ সালে তিনি স্কাই ডাইভের মধ্যদিয়ে নিজের ৯০তম জন্মদিন উদযাপন করেন। শ্বাসকষ্টের কারণে গত বছরের শেষদিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। মুখপাত্র ম্যাকগ্রাথ বলেন, বুধবার সকালে কেন্নেবাঙ্কপোর্টে পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পাওয়ার কারণে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে নেক ব্রেস (ঘাড় বন্ধনী) পরে থাকতে হবে।