ইন্দোনেশিয়ায় ঈদের ছুটিতে আগ্নেয়গিরির বাগড়া

মাথাভাঙ্গা মনিটর: জাভা দ্বীপের মাউন্ট দ্রাউং থেকে অগ্ন্যুৎপাতের কারণে হুমকির মুখে পড়েছে ইন্দোনেশিয়ায় পর্যটন শিল্প। গত কয়েক সপ্তা ধরেই আগ্নেয়গিরিটি থেকে বের হয়ে আসা ছাই ও ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আশপাশের দ্বীপগুলো। ফলে বন্ধ করে দিতে হচ্ছে ওই সব দ্বীপের বিমানবন্দরগুলো। এতে ঈদের মতো ভরা মরসুমেও হুমকির মুখে পড়েছে পুরো এই খাত। আগ্নেয়গিরিটির এ বাগড়ায় বালি দ্বীপের বিমানবন্দরের একদিন পর জাভা দ্বীপে বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরা বায়ার আন্তর্জাতিক বিমানবন্দরও।