মুন্সিগঞ্জে লাটাহাম্বার-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে একজনের দুটি পা বিচ্ছিন্ন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের পুকুরপাড়ায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে হেডলাইট না থাকায় লাটাহাম্বার ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষে আহত আলমসাধুর আরোহীর দু পা কেটে মারাত্মক আহত হয়েছেন। ঘটনাস্থলে পড়ে ছিলো একটি কাটা পা। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ পুকুরপাড়া নামক স্থানে শ্যালোইঞ্জিনচালিত লাটাহাম্বার ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধু আরোহীর দু পা কেটে মারাত্মক আহত হয়েছে। প্রতক্ষদর্শী সূত্র জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মোল্লাপাড়ার আয়ুব মোল্লার ছেলে আলমডাঙ্গা পশুহাটের রসিদ লেখক খোকন (৩২) হেডলাইট বিহীন আলমসাধুর সামনে পা ঝুলিয়ে বসে বাড়ি ফিরছিলেন। এ সময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ পুকুরপাড়া নামক স্থানে পৌঁছুলে বিপরিদ দিক থেকে একটি আলোবিহীন দ্রুত গতির লাটাহাম্বার এসে আলসাধুর সাথে মুখোমুখি ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষের ফলে আরোহী খোকনের পায়ে সরাসরি ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকে ও একটি পা সামান্য চামড়ার সাথে ঝুলতে থাকে। অবস্থা বেগতিক দেখে লাটাহাম্বার ও আলমসাধুচালক পালিয়ে যায়। স্থানীয়া তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত খোকনের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্বার করেছে।