স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আমিনুর রহমান সড়ক দুঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ও ছাত্রসমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রসমাজ এ মানববন্ধনের আয়োজন করে। আজ সকাল ১১টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে মেন বাসস্ট্যান্ড ঘণ্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতাকর্মী ও ছাত্রছাত্রী।
ঝিনাইদহে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
