গাংনীর পিএসকেএস খুলনা বিভাগের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা নির্বাচিত

 

গাংনী প্রতিনিধি: পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মেহেরপুরের গাংনীর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) খুলনা বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছে সংস্থাটি। খুলনা বিভাগীয় জাদুঘরে অনুষ্ঠানিকভাবে সংগঠনের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন সংস্থার এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফা কামরুল হাসান। উপস্থিত ছিলেন বিভাগীয় সরকারী কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি এ বছর মেহেরপুর জেলার ক্লিনিক্যাল ও সিবিডি উভয় ক্ষেত্রে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা, কুষ্টিয়া জেলার ক্লিনিক্যাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা এবং ৭টি উপজেলার শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা নির্বাচিত হয়।

Leave a comment