অপেক্ষা শুধু অস্ট্রেলিয়ার!

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে একটা চক্র পূরণের খুব কাছাকাছি এখন বাংলাদেশ। অপেক্ষা শুধু অস্ট্রেলিয়াকে আরেকবার হারানোর। তাহলেই সবগুলো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ওয়ানডেতে একাধিক জয়ের স্বাদ পাওয়া হয়ে যাবে বাংলাদেশের। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জয় ১৯৯৮ সালে হায়দরাবাদে কেনিয়ার বিপক্ষে। টেস্ট খেলুড়ে কোনো দলকে প্রথম টাইগাররা হারায় ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে। পরবর্তী ১৬ বছর সেই পাকিস্তান বাংলাদেশের জন্য হয়ে ছিলো মানসিক বাধার এক প্রাচীর। পাকিস্তানের পাশাপাশি ছিলো দারুণ পেশাদার দুদল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এ তিন দলকে আরেকবার হারাতেই পারছিলো না বাংলাদেশ।

সাফল্যগর্ভা ২০১৫ সাল একে একে ঘুচিয়ে দিচ্ছে সেই অপূর্ণতা। বিশ্বকাপের পর দেশের মাটিতে পাকিস্তানকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। মানসিক বাধার দেয়াল গুঁড়িয়ে দেয়ার পর সহসাই সেই জয়ের সাথে যোগ হলো আরও দুটি জয়। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড পাকিস্তান! দক্ষিণ আফ্রিকাকেও বাংলাদেশ প্রথমবার হারিয়েছিলো বিশ্বমঞ্চে ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে। দক্ষিণ আফ্রিকা তখন ৱ্যাঙ্কিঙের এক নম্বর দল। গ্রুপ পর্বে ভারতকে হারিয়ে সুপার এইটে ওঠা বাংলাদেশের সাফল্যকে যখন বলা হচ্ছিলো ‘ফ্লুক’, প্রোটিয়াদের হারিয়ে আরেকবার ক্রিকেটবিশ্ব কাঁপিয়ে দেয় বাংলাদেশ।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা একরকম ‘ফ্লুক’ হয়েই ছিলো। আরেকটি জয় ধরাই দিচ্ছিলো না। অবশেষে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের স্রোতে ভেসে গেল প্রোটিয়ারাও। আগামী বুধবার সিরিজ জিতে গেলেও অবাক হওয়ার থাকবে না কিছুই। ওয়ানডেতে বাংলাদেশ প্রথম একাধিক জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়েকে ৮ রানে হারানোর পরের বছর জানুয়ারিতে বাংলাদেশ আবার তাদের হারায় নিজেদের মাটিতে। বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জিতেছিলো সেবার। প্রথম ২ ওয়ানডে হারা বাংলাদেশ ৫ ম্যাচের সিরিজ জিতেছিলো শেষ তিনটি জিতে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয়বার শিকার হওয়া দ্বিতীয় দেশ ভারত। নিজেদের শততম ওয়ানডেতে ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতকে হারিয়েছিলো বাংলাদেশ। আবার হারায় ২০০৭ বিশ্বকাপে পোর্ট অফ স্পেনে।

উপমহাদেশের আরেক দল শ্রীলংঙ্কাকে ২০০৬ সালে বগুড়ায় হারানোর পর বাংলাদেশ আবার হারায় ২০০৯ সালে মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ও দ্বিতীয়বার হারানো টানা দুই ম্যাচে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে। বোর্ডের সাথে ঝামেলায় মূল ক্রিকেটারদের ছাড়া মাঠে নামা ওয়েস্ট ইন্ডিজকে সেবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একই অভিজ্ঞতা নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। ২০১০ সাল দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দু ম্যাচে প্রথম ও দ্বিতীয় জয়। জয় ধরা দিলো পরের দুম্যাচেও। হোয়াইটওয়াশড হলো এবার কিউইরা।