সাতক্ষীরায় সীমান্তের কাছে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলায় সীমান্তের কাছ থেকে মুকুল সরদার (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গ্রামের কয়েকজনের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিনি মারা গেছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বিএসএফ এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে। নিহত মুকুল সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের বাসিন্দা ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে হাওয়ালখালী গ্রামের দুজনের ভাষ্য, মুকুল সরদার কয়েকজনের সাথে শুক্রবার দুপুরের পর গরু আনতে অবৈধভাবে ভারতে যান। শনিবার ভোর চারটার দিকে গরু নিয়ে ভারতের বসিরহাট থানার দুবলি মাঠে পৌঁছালে খলশে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। মুকুলের তলপেটের নিচে গুলি লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। সাথে থাকা অপর সঙ্গীরা তার লাশ নিয়ে সীমান্ত পার হয়ে একটি বেড়িবাঁধের ওপর লাশটি রেখে পালিয়ে যান। এর পরের ঘটনা সম্পর্কে তারা আর কিছু জানেন না বলে উল্লেখ করেন। ১৯ ঘণ্টা পর গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কুশখালী সীমান্তের বাঁধহিলকি বিলের পাকা সড়কের পাশ থেকে মুকুলের লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।