গ্রিস নিয়ে ইইউ সম্মেলন বাতিল

মাথাভাঙ্গা মনিটর: গ্রিস নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর রোববারের নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল হয়ে গেছে। গ্রিসকে ঋণসঙ্কট থেকে টেনে তুলতে অর্থনৈতিক সহায়তা চুক্তি করার জন্য ইউরোজোনের অর্থমন্ত্রীদের অত্যন্ত কঠিন আলোচনা চলার মাঝে ওই বৈঠক বাতিল হলো। তবে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠক চলছে। ইউরোজোনের অর্থমন্ত্রীরা গতরাতে আলোচনা স্থগিত করে এখন আবার তা শুরু করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডেনাল্ড তুস্ক বলেছেন, ইউরোগ্রুপের নেতাদের বৈঠক চলবে গ্রিস নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত। চুক্তি না হলে গ্রিস ইউরোজোন থেকে বের হয়ে যাওয়ার ঝুঁকি আছে। এতো সংক্ষিপ্ত এবং আকস্মিক নোটিশে ইইউ এর বৈঠক বাতিল হয়ে যাওয়ার ঘটনা খুবই বিরল। গ্রিস নিয়ে ম্যারাথন আলোচনা শনিবার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এবং ইউরোগ্রুপের নেতা জেরোয়েন ডিসেলব্লোয়েম এ আলোচনাকে কঠিন বলে উল্লেখ করেন। তিনি বলেন, আলোচনা অনেক কঠিন হলেও কাজ আগাচ্ছে। গ্রিক সরকার চাইছে, এখন তাদেরকে প্রায় ৭ হাজার ৪শ কোটি ইউরো দেয়া হোক। তবে এর বিনিময়ে গ্রিসকে আরো বেশ কিছু সরকারি ব্যয়সংকোচন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।