মাশরাফির নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার: রেকর্ডের পাতায় নাম লেখালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ক্যাচ শিকারের মালিক। তার ক্যাচ সংখ্যা ৪৮টি। গতকাল রোববার মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যক্তিগত প্রথম ওভারের ৫ম বলে মিলারের ক্যাচ নিয়ে নতুন এ রেকর্ডের আসনে বসলেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি এখন পর্যন্ত (আজসহ) ১৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ১৯৮টি। ১৪.৫৭ গড়ে ১৩৯৯ রান করেছেন।
ওয়ানডেতে উইকেট শিকারের দিক দিয়ে সতীর্থ সাকিব আল হাসানকে পেছনে ফেললেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১ উইকেট শিকার করেন মাশরাফি। ফলে ওয়ানডেতে তার শিকারের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৯৯। আর বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ১৯৮। তবে বাংলাদেশের পক্ষে উইকেট শিকারের ক্ষেত্রে মাশরাফি-সাকিব এখন সমান-সমান। দু’জনেরই উইকেট শিকার সংখ্যা ১৯৮ করে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কিভাবে ওয়ানডেতে মাশরাফি পেছনে ফেললেন সাকিবকে? এর উত্তর হলো, ২০০৭ সালে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ খেলেছিলেন মাশরাফি। প্রথম ম্যাচে ৫৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন ম্যাশ। তাই ওই ১টি উইকেট এশিয়া একাদশের হয়েই বিবেচনা করা হয়। বাংলাদেশের পক্ষে নয়।
কিন্তু ম্যাচটি অফিসিয়ালি ওয়ানডের স্বীকৃতি থাকায় ওই ১টি উইকেট মাশরাফির শিকারের তালিকাতেই থাকবে। ফলে ওয়ানডেতে উইকেট শিকারের দিক দিয়ে সাকিবকে এভাবেই পেছনে ফেললেন মাশরাফি।