বেনগাজিতে সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ১৯

মাথাভাঙ্গা মনিটর: গত তিনদিনে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সাথে ইসলামপন্থি যোদ্ধাদের লড়াইয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এসব লড়াইয়ে আরো অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে বেনগাজির হাসপাতাল সূত্রগুলো। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত সেনা ও অন্যান্য বাহিনীর সাথে গত এক বছর ধরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে ইসলামপন্থি গোষ্ঠীগুলোর লড়াই চলছে। ২০১১ সালে লিবিয়ার ক্ষমতা থেকে মুয়াম্মাম গাদ্দাফিকে উচ্ছেদ ও তাকে হত্যার পরবর্তী সময় থেকে দেশটিতে বিশৃঙ্খলা বিরাজ করছে। একেক বাহিনী দেশটির একেকটি অংশ নিয়ন্ত্রণ করে শাসন করেছে। এই তিনদিনের লড়াইয়ে বেনগাজির সশস্ত্র বাসিন্দাদের সমর্থনে সেনা ইউনিটগুলো শহরটির বেশ কিছু এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়। এই এলাকাগুলো গত বছর ইসলামপন্থি মজলিশ আল শুরার যোদ্ধারা দখল করে নিয়েছিলো। শেষ খবর পাওয়া পর্যন্ত শুরার যোদ্ধারা বেনগাজির বন্দর এলাকাসহ বেশ কয়েকটি এলাকার দখল ধরে রেখেছিলো। গত তিনদিন ধরে বেনাগাজির লিথি এলাকায় সেনাদের সাথে যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। এখানে এলাকার প্রধান সড়কগুলোতে অবরোধ বসিয়ে সেনাদলের ওপর হামলা চালিয়েছে কট্টর ইসলামপন্থি যোদ্ধারা। এখানে লড়াইয়ে বেশ কয়েকজন সেনা ও স্বেচ্ছাসেবক যোদ্ধা হারানোর কথা স্বীকার করেছেন সেনা কমান্ডার ওয়ানিস বুখামাদা।