বুধবার শিল্প এলাকার ব্যাংক খোলা রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র শবেকদরে সরকারি ছুটির দিনও ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়ার কথা জানানো হয়েছে। ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেয়ার সুবিধায় ১৫ জুলাই ব্যাংক খোলা রাখার এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ছুটির দিন হওয়ায় ওই দিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মানজনক ও যুক্তিসঙ্গত ভাতা দিতেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং বাংলাদেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।