দামুড়হুদার কার্পাসডাঙ্গা কলোনিপাড়া জামে মসজিদের চাল নিয়ে মারামারি : সভাপতি লাঞ্ছিত

ভ্রাম্যমা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা কলোনিপাড়ার জামে মসজিদের চাল বিক্রিকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মসজিদ কমিটির সভাপতি আ. মাবুদকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আ. মাবুদ অভিযোগ করে বলেন, মসজিদের উন্নয়নের জন্য বাড়ি বাড়ি থেকে চাল তুলে তা বিক্রি করা হয়। গত শনিবার মসজিদের ৫৮ কেজি চাল মোয়াজ্জিন নূর মোহাম্মদকে বিক্রি করার দায়িত্ব দেয়া হয়। মোয়াজ্জিন নূর মোহাম্মদ ৫০ কেজি চালের দাম জমা দিয়ে ৮ কেজি চালের টাকা আত্মসাৎ করেন। মসজিদের সভাপতি আ. মাবুদ প্রতিবাদ করলে মোয়াজ্জিন নূর মোহাম্মদ ও ইব্রাহিম খলিলের নেতৃত্বে ১০/১২ জন লোক গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মসজিদের ভেতরে প্রবেশ করে লাঠিসোঁটা দিয়ে সভাপতি আ. মাবুদকে মারধর করে। এ ঘটনায় মসজিদের মুসল্লিরা মোয়াজ্জিন নুর মোহাম্মদ ও ইব্রহিম খলিলের শাস্তি দাবি করেছেন।