জেদ্দায় বাংলাদেশ স্কুলের ভিত্তিপ্রস্তর

মাথাভাঙ্গা মনিটর: দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংলিশ মিডিয়াম) স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১০ জুলাই শুক্রবার ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তি স্থাপন করেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি চলছিলো একটি ভাড়া বাড়িতে। সৌদি সরকারের নতুন বিধি ও স্কুল কোড অনুযায়ী নিজস্ব ভবনে চালাতে হবে স্কুল। জেদ্দা মহানগরীর মদিনা রোডসংলগ্ন মসজিদ সৌদের সন্নিকটে একটি জমি লিজ নিয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব স্থায়ী ভবন। এ উপলক্ষে ইফতারের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল একেএম শহিদুল করিম।