চুয়াডাঙ্গা জজশিপ মেহেরপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা জজশিপ, মেহেরপুর জেলা প্রশাসন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্ত উদ্যোগ গতকাল ইফিতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জজ শিপ আয়োজিত ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, কুষ্টিয়ার স্পেশাল জেলা সিনিয়র জজ শামসুল আরেফিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান, পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ।
গতকাল রোববার সন্ধ্যা জেলা ও দায়রা জজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নাজির আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, যুগ্ম জেলা জজ আব্দুর রহীম, সিনিয়র সহকারী জজ সরদার সাজ্জাদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, তৈয়ব আলী, আব্দুল হালিম, সহকারী জজ মানিক দাসসহ বিচারকগণ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা (রাজস্ব) আবু সাঈদ, সিভিল সার্জন আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জজকোর্টের পিপি শামশুজ্জোহা, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল ওহাব মল্লিক, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম প্রমুখ। উল্লেখ্য, কুষ্টিয়া স্পেশাল সিনিয়র জজ শামসুল আরেফিন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ শিরীন কবিতা আখতারের স্বামী। তিনি চুয়াডাঙ্গা জেলা জজশিপের ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন।
চুয়াডাঙ্গায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হোটেল মেহমানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন। ইফতারের পর রাতে খাবারেরও ব্যববস্থা করা হয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল রোববার জীবননগরে বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার পার্টির আয়োজন করে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। হাসপাতালের ইউইএচএফপিও ডা. রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফাতর পার্টিতে উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও ওসি হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসরাম রফি, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, ডা. মাহমুদা খাতুন, ডা. রফিকুল ইসলাম, ডা. রফিকুল ইসলাল মিল্টন, ডা. আব্দুল বাতেন জোয়ার্দ্দার, প্রেসক্লাব সভাপতি অনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এম আর বাবু প্রমুখ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও মুন্সী মার্কেটে অবস্থিত ইনতেফার পরিবেশক বাবুল এন্টারপ্রাইজ এলাকার বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। বাবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ বাবুল ইফতার পার্টিতে আগত অতিথিদের স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিত্ব শুকুর আলী, মুন্সী মোহাম্মদ আলী সান্টু, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকতিয়ার উদ্দিন ও ইনতেফার টেরিটোরি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার উদ্যোগে গতকাল রোববার বাদ আছর দর্শনা সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। দর্শনা পৌর আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের দর্শনা পৌর সেক্রেটারি গোলজার হোসেন, জামায়াত নেতা আশকার আলী, ওলামা মাশায়েখ পরিষদের আহ্বায়ক মাওলানা আবুজার গিফারি, আমজাদ হোসেন, আব্দুর রহমান শাহিকুল আলোম অপু প্রমুখ। দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডলসহ বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন ও সেক্রেটারি ইকরামুল হক পিপুল। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসেক্রেটারি নজরুল ইসলাম, সিনিয়ার সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, আমার সংবাদ আজাদ হোসেন, সংগ্রামের এফ.এ আলমগীর, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান ধিরু, মনিরুজ্জামান সুমন, আর.কে লিটন, নুরুল ইসলাম বাকু, এস এম ওসমান, মেহমুদ, রাজীব মল্লিক,মঞ্জুর প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার আহমদ কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এইচএম শামীমুজ্জামান, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুপ্রিয় মুখার্জী, পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুস সাত্তার, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ, নির্বাচন অফিসার ছামিউল আলম, শিক্ষা অফিসার আবু হাসান, সমাজসেবা অফিসার আবু তালেব, ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, মোস্তাফিজুর রহমান রুন্নু, নজরুল ইসলাম, মিনাজ, দারুস-সালাম, রেজাউর রহমান রেজু, আব্দুল কাদের, মাও. ইউসুফ আলী, আমিনুল ইসলাম রোকন, হাসানুজ্জামান, পৌর কমিশনার দ্বীনেশ কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি হামিদুল ইসলাম আজম, সম্পাদক আনোয়ারুল ইসলাম সাগর, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, শরিফুল ইসলাম, শাহাবুল, সি এ-২ (উপজেলা চেয়ারম্যান) নাজমুল সাইহাম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুর রউফ, সিএ কাম উচ্চমান সহকারী জহিরুল ইসলাম, অফিস সহকারী শফিকুল ইসলাম, টেকনিশিয়ান রাকিব উদ্দীন রনি, উপজেলা নিবার্চন অফিস সহকারী নুরুল ইসলাম, অফিস সহায়ক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের অফিস সহায়ক আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, ডিএমও বিকাশ কুমার দত্ত, জারিকারক আমিনুল রশিদ, সোহরব হোসেন প্রমুখ।
এদিকে আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে ওয়াপদায় অবস্থিত প্রাইম পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত শনিবার প্রাইম পলিটেকনিকের অধ্যক্ষ শহীদ আজাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাইম পলিটেকনিকের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আল-ইকরা ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ আব্দুল হাই, সাবেক স্টেশন মাস্টার টুকু, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিকুল্লা খান, ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হাসান পলাশ, আনিসুর রহমান, প্রাইম পলিটেকনিকের পরিচালক ইদ্রিস খানসহ প্রাইম পলিকেটনিকের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। ইফতার ও দোয়া মাহাফিলে দোয়া পরিচালনা করেন ওয়াপদা মসজিদের খতিব।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে এক অন্য রকম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এতিম শিশুদের সাথে ইফতারে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ইফতারে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অভ্যুর্থনা জ্ঞাপন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা এমপি সেলিনা আখতার বানু, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, পুলিশ সুপার হামিদুল আলম, সাবেক এমপি জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মেদ বিজন, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলোসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মেহেরপুর সরকারি শিশু পরিবারের শতাধিক এতিম শিশুরা ইফতারে অংশ গ্রহণ করেন।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রোববার মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সহকারী অধ্যাপক গোলাম কাউছার, মিরাজউদ্দিন, এসএম জিয়াউল হক, প্রভাষক মো. খালেকুজ্জামান সাবু, কাওছার আলী প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর নিউজ২৪ ডটকমের মুজিবনগর উপজেলার প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পত্রিকাটির স্টাফ রিপোর্টার মুন্সী উমর ফারুক প্রিন্সের নিজ বাসভবনে এ ইফতারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর নিউজ২৪ ডটকমের বার্তা সম্পাদক রাশেদুজ্জামান। বিশেষ প্রতিনিধি মহসিন আলী, শেখ শফিউদ্দীন, স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল, বেন ইয়ামিন মুক্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে পত্রিকাটির দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।