চুয়াডাঙ্গা গাড়াবাড়িয়ার দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে পুকুর পাহারাদাররা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের গাড়াবাড়িয়া বাগানপাড়ার শরিফুল ইসলাম (৩০) ও জামিরকে (৪৫) রক্তাক্ত জখম করা হয়েছে। গতরাত আনুমানিক ১টার দিকে গ্রাম সংলগ্ন মাঠের একটি পুকুর পাড়ে এদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম ও মৃত রমজান মণ্ডলের ছেলে জামির বলেছেন, গতরাতে গ্রামেরই আখের আলীর ধনেক্ষেত পাহারা দিচ্ছিলাম। সেখানে সাপের ভয়ে রাস্তার পাশে বসে ছিলাম। পাশের পুকুরের ছোট মাছ ধরার জন্য বিত্তিও পেতেছিলাম। রাতে পুকুর পাহারাদাররা মারধর শুরু করে। মাছ চুরির অভিযোগে লাঠিপেটার পাশাপাশি জামিরের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারে। তার একটি হাতও ভেঙেছে। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।