গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মাঠের সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প। গত রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
ৱ্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, ভারত থেকে আগ্নেয়াস্ত্রের একটি চালান নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশের অভ্যন্তরে আসছে এমন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে ৱ্যাব মোতায়েন করা হয়। ৱ্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রপাচারকারী আগ্নেয়াস্ত্র দুটি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দুটি গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। তবে এ ব্যাপারে কেউ আটক হয়নি।