দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জমে উঠেছে ঈদের বাজার

মোস্তাফিজুর রহমান কচি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ঈদের বাজার জমে উঠেছে। পোশাকের দোকানগুলোতে কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র ৫ দিন বাকি। এবার ঈদে মানুষের হাতে তেমন কোনো অর্থ না থাকলেও কেনাকাটার যেন কমতি নেই। কার্পাসডাঙ্গা বাজারের দোকানিরা সাজিয়ে রেখেছেন রঙবেরঙের আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের পসরা সাজিয়ে বসলেও উঠতি বয়সী মেয়েরা ঝুঁকে পড়ছে কিরণমালা রেডিমেট পোশাকের দিকে। আর ছেলেরা জিন্স প্যান্ট আর শার্ট, পাঞ্জাবির দিকে ঝুঁকে পড়ছে। তবে ক্রেতারা অভিযোগ করে বলেছেন, জিনিসপত্রের দাম হাকা হচ্ছে একটু বেশি। যে কারণে সাধ থাকলেও তা চলে যাচ্ছে সাধ্যের বাইরে। বাজারের তুহিন গার্মেন্টসের মালিক তুহিন আহম্মেদ জানান, এবারের মালামাল কেনা একটু চড়া দামে তাই বিক্রি করা হচ্ছে একটু বেশি দামে।