জীবননগর হাসাদাহে রাস্তার চোরাই কাঠ দখলকে কেন্দ্র করে সশস্ত্র মহড়া

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার হাসাদাহ-শ্রীরামপুর সড়কের চোরাই কাঠ দখলকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় গ্রুপই পরস্পরকে দোষারোপ করে হাসাদাহ বাজারে সশস্ত্র মহড়া দিয়েছে। গতকাল শনিবার সশস্ত্র এ মহড়া দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাসাদাহ-শ্রীরামপুর সড়কে মাঝে মধ্যেই চোর চক্রের সদস্যরা রাস্তার গাছ কেটে সাবাড় করে আসছে। একের পর এক সরকারি মূল্যবান গাছ সাবাড় করার ঘটনাকে কোনোভাবেই অপর গ্রুপ মানতে পারছে না। গত শুক্রবার গাছ চোরচক্রের সদস্যরা রাতের আঁধারে রাস্তার গাছ কাটতে শুরু করে। ঘটনাটি অপর পক্ষের লোকজন জানতে পেরে হাসাদাহ আইসি পুলিশে খবর দেয়। পুলিশ ও জনতা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার কাটা গাছ আটক করে আনলে স্থানীয় ইউপি সদস্য জুম্মাত মণ্ডল পুলিশের কাছ থেকে চোরাই কাঠ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হেফাজতে রেখে দেন। এক পক্ষের গাছ কাটা ও প্রতিপক্ষের ধরিয়ে দেয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।