এবার ৫৭ বলে ১০৫ রান গেইলের

 

মাথাভাঙ্গা মনিটর: ব্যাট হাতে তাণ্ডব চালিয়েই যাচ্ছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী এ উদ্বোধনী ব্যাটসম্যান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৫ রান করেছেন। বৃহস্পতিবার স্যাবাইনা পার্কে দুর্দান্ত এই ইনিংস খেলে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে জ্যামাইকা তালাওয়াহসকে ৫০ রানের জয় এনে দেন গেইল। ৯২, ১৫১, ৮৫, ৯০, ৭২, ৬৪ তালাওয়াহস ও সমারসেটের হয়ে গত কয়েক মাসে এ রকম ছয়টি ইনিংস খেলা গেইল এদিন মুখোমুখি হওয়া চতুর্থ বলেই জ্যাক ক্যালিসকে বিশাল ছক্কা মারেন। পরের দু ওভারে আরও দুটি ছয় মেরে গেইল বুঝিয়ে দেন, এ ম্যাচেও তার ব্যাটের তাণ্ডব চলবে। ইনিংসের ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে পর্যন্ত ঠিকই তাণ্ডব চালান গেইল। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ ১৬টি শতক পাওয়া গেইল তার ইনিংসটি ৬টি চার ও ৯টি ছয়ে সাজান। গেইলের এ ইনিংসের কল্যাণে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮০ রান তোলে জ্যামাইকা। জবাবে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩০ রান তুলতে পারে ত্রিনিদাদ ও টোবাগো।