স্টাফ রিপোর্টার: খুলনায় প্রান্ত বিশ্বাস (২০) ও মিথুন রায় (১৯) নামে সিটি পলিটেকনিক কলেজের দুছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর মুজগুন্নি নেছারিয়া মাদরাসার পাশে একটি চারতলা ফ্ল্যাটের মেসে এ ঘটনা ঘটে। আহত দুছাত্রকে প্রথমে খুলনা মেডিকেল ও পরে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহত মিথুন তার বন্ধু বাপ্পীকে মোবাইলফোনে তাকে ও প্রান্তকে বাঁচানোর জন্য আকুতি জানায়। বাপ্পী বাইরে থেকে এসে কলাপসিবল গেটের সামনে মিথুনকে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় বাপ্পী ও ওই মেসের ছাত্ররা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য দুপুরে তাদের ঢাকায় পাঠানো হয়। প্রান্ত নগরীর খালিশপুর সিটি পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম সেমিস্টার এবং মিথুন তৃতীয় সেমিস্টারের কম্পিউটার বিভাগের ছাত্র। কেএমপির উপ-পুলিশ কমিশনার কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) এসএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত প্রান্ত বিশ্বাস বাগেরহাট জেলার হালিশহরের খালিশপুর গ্রামের বিশ্বজিত বিশ্বাস ও মিথুন রায় একই জেলার চিতলমারী উপজেলার খুলশিখালী গ্রামের রঞ্জন রায়ের ছেলে। এসএম কামরুজ্জামান বলেন, ঘটনাটি রহস্যজনক। আহতরা সুস্থ হলে তাদের কাছ থেকে ঘটনার মূল রহস্য জানা যাবে। আমরা দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা করছি।