মুক্তিযোদ্ধা আত্মহত্যার কারণ অনুসন্ধানে কমিটি

 

স্টাফ রিপোর্টার: মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধা মন্ত্রণালয়। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজানুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তিন দিনের মধ্যে তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। আইয়ুব খানের আত্মহত্যার ঘটনায় মন্ত্রণালয়ের সচিবের প্ররোচনার অভিযোগ ওঠায় এ কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ঘটনার সাথে কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে শক্ত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় কর্ণফুলী ইন্টারন্যাশনাল হোটেলের ২০৪ নম্বর কক্ষে বিষপাণ করে আত্মহত্যা করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খান। চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সদস্য সচিব ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগে আইয়ুব খান ঢাকা জেলা প্রশাসকের কাছে একটি চিঠি লেখেন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নান তাকে বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এই অপমান সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। গত বুধবার অবশ্য এ বক্তব্যের প্রতিবাদ জানান সচিব এমএ হান্নান।