চুয়াডাঙ্গা জেলার ভূমি কর্মকর্তাদের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক সায়মা ইউনুস

ভূমি কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার সকল ভূমি কর্মকর্তাদের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুসকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের (রাজস্ব) আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আহম্মদ কামরুল হাসান, রেভিনিউ ডেপুটি কালেক্টর সোনিয়া হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) গোপনীয় সহকারী জাকির হোসেন। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদিউজ্জামান, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক আতিকুল হকসহ চার উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, দীর্ঘ আড়াই বছর পর আপনারা রাজস্ব সভায় মিলিত হয়েছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভূমি ব্যবস্থাপনা একটি সনাতন ব্যবস্থাপনা। প্রতিকূলতার মধ্যদিয়ে ভূমি কর্মকর্তারা যে কার্যক্রম করে যাচ্ছেন এজন্য তাদের সাধুবাদ জানাই। আমাদের ভূমি প্রশাসনের অনেক অর্জন রয়েছে। আপনারা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারেন সেই প্রার্থনা করি। মিউটিশনের ফির হার গত বছর ছিলো ২২ হাজার টাকা। সে তুলনায় এ বছর সরকার তা ১ হাজার টাকা বাড়িয়েছে। এ বছর আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ৩ কোটি ১৩ লাখ টাকা চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি লক্ষ্য অর্জনে আপনারা ভূমিকা পালন করবেন।

সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুল হকসহ প্রমুখ।