চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার, জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নাজির আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা (রাজস্ব) আবু সাঈদ, সিভিল সার্জন আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জজকোর্টের পিপি শামশুজ্জোহা, জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিচারক, রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এদিকে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা আইনজীবী সমিতি মিলায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন ও সাব্বির রহমান সানি, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের ডা. রওশন আরা, ডা. নুরুন নাহার, ডা. তারিক হাসান শাহিন, ডা. আবুল হোসেন, ডা. শফিউজ্জামান সুমন, ডা. মাহবুবুর রহমান মিলন, পরিবার পরিকল্পনা উপপরিচালক রেজাউল করীম, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, চুয়াডাঙ্গা পৌর প্যানেল মেয়র আরিফুজ্জামান বিশ্বাস লিটু প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের উদ্যোগে দারিদ্র্য বিমোচনে জাকাত শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাইন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী পরিচালক আব্দুল মোত্তালিব, মাস্টার ট্রেইনার মাওলানা আমীর হোসেন, শিক্ষক মাওলানা জাকির হোসেন ও শিক্ষক মাওলানা মাসুদ, মুফতি মাওলানা মোস্তফা কামাল কাশেমী ও মুহতামিম আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারি জাকাত ফান্ডের একাউন্টে জাকাতের অর্থ ব্যাংকে জমা দেয়ার অনুরোধ জানানো হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার মেহেরপুর পুলিশ লাইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট গোলক চন্দ্র বিশ্বাস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে.এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোসলেম আলী, প্রচার সম্পাদক মামলত হোসেন, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক প্রমুখ। এর আগে পুলিশ সুপার হামিদুল আলম অতিথিদের স্বাগত জানান।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দর্শনা রেলবাজারের কাচামাল আড়তপট্টিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন। উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, নজরুল ইসলাম নজু, আজাদ, নেয়াজ, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট। দোয়া পরিচালনা করেন মাও. কামাল উদ্দিন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, দামুড়হুদা ব্রাঞ্চের উদ্যোগে অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী জীবন বীমা শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড মোড়স্থ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দামুড়হুদা ব্রাঞ্চ অফিসে ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মাও. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ভিসি অ্যান্ড ইনচার্জ মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জোনাল অফিসের ভিসি অ্যান্ড ইনচার্জ অ্যাডভোকেট মুহাম্মদ শামছুল হক, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল আলিম, দর্শনা ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে দেশ এবং জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর ডা. জাহাঙ্গীর আলম।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার অফিসার্স ক্লাবে সরকারি কর্মকর্তাদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রসুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও সাধারণ সম্পাদক এম আর বাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

এছাড়াও সাংবাদিক সালাহউদ্দীন কাজলের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবর্গ, সুধীবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর প্রাক্তন সৈনিক সংস্থার ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় ভবনে এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি আলহাজ আহসান আলী খান। আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সৈনিক সংস্থার সদস্যবৃন্দ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে ব্যাবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে শরিফ স্টোরে এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হামিদ বিশ্বাস, কার্পাসডাঙ্গা ফাঁড়ির এএসআই মো. মাহফুজুর রহমান, মুন্সিপুর বিজিবির ল্যান্স নায়েক আলাউদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী শরিফুজ্জামান শরিফ, আশরাফ আলী, মহির, রানা, মিলন প্রমুখ ।

জামজামি প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডু ভবানীপুর বাজার কমিটির সভাপতি কতৃক সাংবাদিক ও সুধীজনদের সম্মানে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাজার জামে-মসজিদে দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভবানীপুর বাজার কমিটির সভাপতি মো. আব্দুর রশিদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন স্থানীয় মাদরাসার মুহতামিম মাও. দিনারুল ইসলাম। উপস্থিত ছিলেন ডা. জাফিরুল ইসলাম, সোনাউল্লাহ, ইসমাইল হোসেন, মদিন আলী, আবদার আলী, কামাল
হোসেন, নজরুল ইসলাম, সাংবাদিক কেএ মান্নান, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আমলা সদরপুর অডিটোরিয়ামে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে আমলা প্রেসক্লাবের সভাপতি সালিম খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্য কাঞ্চন কুমার, মিরপুর উপজেলা যুবলীগের সহসভাপতি খাইরুল আলম, আমলা বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিক আলী, সাধারন সম্পাদক আনিসুজ্জামান বাস্তব, আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান, দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক জাহাঙ্গীর আলম, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নিশি প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগ কর্মীদের সাথে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ছাত্রলীগ নেতা লিমন খানের সভাপতিত্বে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদু। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড আ.লীগ সভাপতি সেলিম খান, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক সারেকুল ইসলাম মিন্টু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হাতেম আলী, প্রচার সম্পাদক জ্যাকি, ছাত্রলীগ নেতা সবুজ, আকিব, মিলন, জজ, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান, সজিব, রিদয়, শরিফুল, নাজমুল, রাজু, জিনারুল, মনোয়ার হোসেন ছাদলসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদু বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের জন্ম। তৎকালিন ছাত্রলীগ দেশের জন্য বিভিন্ন আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করেছে। ভাষাআন্দোলন থেকে স্বাধীনতা পর্যন্ত ছাত্রলীগের অবদান অবর্ণনীয়। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ দেশকে বিভিন্ন সঙ্কট থেকে রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে। বিএনপি-জামায়াত যেভাবে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। মতবিনিময় শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল করিম।