গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দু মাদকসেবীর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: গাঁজা রাখা ও সেবনের দায়ে মেহেরপুর গাংনীতে দুজনের প্রত্যেককে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নানের আদালত এ দণ্ড প্রদান করেন। দণ্ডিতরা হচ্ছে- গাংনীর পাকুড়িয়ার আজাহার আলীর ছেলে আস্তল ফকির (৫৪) ও নিত্যানন্দপুর গ্রামের মিখাইন মণ্ডলের ছেলে সঞ্জিত মণ্ডল (৪২)। এদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, মঙ্গলবার রাতে পাকুড়িয়ার আস্তল ফকিরের বাড়িতে কিছু লোক গাঁজা সেবন করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি টিম। সেখানে ১২ পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ আস্তল ফকির ও সঞ্জিত মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।