গাংনীতে টেকসই সামাজিক সম্পৃক্তি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সংলাপ অনুষ্ঠান

 

গাংনী প্রতিনিধি: টেকসই সামাজিক সম্প্রতি ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সংলাপ অনুষ্ঠান গতকাল বুধবার বেলা ১০টার দিকে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দি ডাইভারসিট সেন্টারের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের গাংনী এরিয়া অফিস এ সংলাপের আয়োজন করে।

দি হাঙ্গার প্রজেক্টের ভিটিআর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম। সংলাপের উদ্দেশে তুলে ধরে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী। সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী উপজেলা শাখার সম্পাদক আখতারুজ্জামান অল্ডামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন- সুজন গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নারী নেত্রী নুরজাহান বেগম, বিএনপি নেতা মো. আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, প্রভাষক ফজলুর রহমান সেন্টু, প্রভাষক মহিবুর রহমান মিন্টু, দিলরুবা খানম, এএসএম সায়েম পল্টু, আবুল কাশেম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন, সাংবাদিক জুলফিকার আলী কানন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌলা রেজাসহ স্থানীয় উজ্জিবক, ইয়ুথ লিডার আবির সফী বিন্দু, আলামিন আশিক প্রমুখ।