বাগেরহাটে ছেলের হাতে মা খুন : কুলাঙ্গারকে পুলিশে সোপর্দ

 

স্টাফ রিপোর্টার: বাগেরহাটে রোববার বিকেলে হাসিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ ছেলের দায়ের কোপে নিহত হয়েছেন। সদর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কার্ত্তিকদিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ ঘাতক ছেলে ফারুককে (২০) ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। হাসিনা বেগম এ গ্রামের মকসুদ সেখের স্ত্রী। ঘাতক ফারুক তার সৎ ছেলে।

নিহত হাসিনা বেগমের মেয়ে কাজল ও পায়রা জানান, তাদের সৎ ভাই ফারুক মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে তার অত্যাচার-নির্যাতনে পরিবারের সকলে অতিষ্ঠ। পৃথক বাড়িতে থাকার পরেও ফারুক তাদের মাকে মারপিট করতো। এদিন বিকেলে আকস্মিকভাবে সে তার মা হাসিনা বেগমের ওপর দা নিয়ে চড়াও হয়ে মাথায় বেপরোয়া কোপায়। এতে মাথার ঘিলু বের হয়ে যায়। তাৎক্ষণিক তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফারুকের আপন ভাই তৈয়ব সেখ জানান, মাদকাসক্ত ফারুক বেপরোয়া ছিলো। মর্মান্তিক এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন এবং মেম্বার নুরুল আলমসহ এলাকাবাসী ঘাতক ফারুককে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

Leave a comment