চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের ইফতার মাহফিল ও আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিল মানেই জেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাসহ দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বল্প সময়ের মিলনমেলা। এ বছরের পবিত্র রমজানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ইফতার মাহফিলেও ধরে রেখেছে অভিন্নতা। এছাড়াও গতকাল রোববার ব্র্যাক চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়, বঙ্গবন্ধু স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা, নিটোল টাটা ও অলিভ মটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়াও মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ও আগামীকাল জেলা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রতি বছর পবিত্র রমজানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ইফতার মাহফিলের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রাশীদুল হাসান, ৬ বিজিবির পরিচালক লে.কর্নেল মনিরুজ্জামান বিজিএম, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মঞ্জু, কেরুজ এমিডিসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস, জেলা জাসদ’র সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, দাতা সদস্য অ্যাড. সেলিম উদ্দীন খান, তৌহিদ হোসেন, খন্দকার আব্দুল জব্বার সোনাসহ বিভিন্ন এনজিও পরিচালক, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা ব্যাবস্থাপক, ক্লিনিক মালিক, সামাজিক বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, সুধি উপস্থিত থেকে প্রেসক্লাবের আয়োজনকে সফল করে তোলেন। অথিতিদের স্বাগত জানান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন, ইফতার মহাফিল আয়োজনে গঠিত উপকমিটির আহ্বায়ক রাজন রাশেদসহ নবীন প্রবীণ সকল সদস্য।

বঙ্গবন্ধু পরিষদ (স্বাস্থ্য বিভাগ) চুয়াডাঙ্গার উদ্যোগে গতকাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আজিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী। উপস্থিত ছিলেন সদর উপজেলা প.প. অফিসের কর্মকর্তা ডা. মেজবাউল হকসহ মেডিকেল অফিসার ও নার্সসহ কর্মচারীবৃন্দ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক আরমান আলী শেখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আবু হোসনে, সিভিল সার্জন অফিসের রবজেল হক, আখতার হোসনে, আমিরুল ইসলাম, বদরুজ্জামান লাভলু, রোকয়া খাতুন, ইদ্রিস আলী, ছমিরুল ইসলাম, মজনুর রহমান, মহাবুল হক, মুফতিনুর রহমান, মনুসুর আলী, মোকাদ্দেস হোসনে, ওহিদুজ্জামান, সোগাহ হোসেন, আব্দুস সামাদ প্রমুখ। পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী কামরুল হোসনে ফিরোজ।

গতকাল আঞ্চলিক কার্যালয়, ব্র্যাক চুয়াডাঙ্গা – এর আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এক প্রেসবিজ্ঞিপ্ততে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বেগম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, অতিরিক্তি পুলিশ সুপার বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মাসুম আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার, সদর আব্দুল্লাহ আল সামী ডিভিশনাল ম্যানেজার, প্রগতি কর্মসূচি, ব্র্যাক মো. আলমগীর হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) আবুল কালাম আজাদসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, অ্যাডভোকেট ও নানা শ্রেণিপেশার মানুষ।

নিটল মটরস লিমিটেড এবং অলিভ মটরস চুয়াডাঙ্গার উদ্যোগে গতকাল রোববার ইফতার মাহফিলসহ গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। অলিভ মটরস’র কার্যালয়ে টাটা গাড়ির নতুন এবং পুরাতন গ্রাহকসহ চুয়াডাঙ্গার বিভিন্নস্তরের গ্রাহকসহ সুধি অংশগ্রহণ করে। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, অনুষ্ঠান পরিচালনা করেন অলিভ মটরস’র স্বত্বাধিকারী মনিরুজ্জামান রিপন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে আলোচনাসভা শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়। গতকাল রোববার বিকেলে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনাসভা শেষে ওই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শামিম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুস সালাম বাবলু বিশ্বাস, আমাম হোসেন মিলু, অভিভাবক সদস্য মোশারফ হোসেন, জিল্লুর রহমান, আহম্মদ, সালমা খাতুন, শিক্ষক মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, আসকার আলী, মফিজুর রহমান, রওশন আরা, মাহবুবা সুলতানা প্রমুখ। পরে সেখানে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. জহিরউদ্দিন। এর আগে অতিথিরা বিদ্যালয়ে পৌঁছুলে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।