চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধার সাথে অসৌজন্য আচরণের ঘটনায় দু নার্সের দুঃখ প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধার সাথে অসৌজন্য আচরণের ঘটনায় দু নার্স দুঃখ প্রকাশ করায় ঘটনার অবসান হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় দুঃখ প্রকাশের মধ্যদিয়ে ঘটনার অবসান হয়।

বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান উপদেষ্টা ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের মধ্যস্থতায় এ সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আরমান আলী শেখ, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সদস্য রবজেল হক, আকতার হোসেন, বদরুজ্জামান লাভলু ও আমিরুল ইসলামসহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোসেন ও সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন। সভায় সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফেরদৌস আরা রোকেয়া, নার্স শিউলি খাতুন, সুপারভাইজার ফেরদৌস আরা গিনি, সুপারভাইজার রেবা বিশ্বাস ও সিনিয়র স্টাফ নার্স রহিমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নার্স ফেরদৌস আরা রোকেয়া ও শিউলি খাতুন গত ৩০ জুন মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মুংলার কেবিন না দেয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।