জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দীন কাজলের মা আনোয়ারা খাতুন (৬২) চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। গতকাল রাতেই নামাজে জানাজা শেষে বেদনাবিধুর পরিবেশে মরহুমাকে উথলীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিক সালাউদ্দীন কাজলের মায়ের মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
জীবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা উথলী গ্রামের মরহুম তৌহিদ হোসেন ওরফে বাবু বিশ্বাসের স্ত্রী দৈনিক মাথাভাঙ্গা ও দৈনিক যুগান্তরের জীবননগর প্রতিনিধি সালাউদ্দীন কাজলের মা আনোয়ারা খাতুন দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে ডা. রওশন আরা বেগম তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল রোববার সকালে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আনোয়ারা খাতুন দু ছেলে ও দু মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক সালাউদ্দীন কাজলের মায়ের মৃত্যুতে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, পৌর আওয়ামী লীগ সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর উপজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান ধুন্দু, দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা আলী মনসুর বাবু, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে সভাপতি আনোয়ারুল কবির, জীবননগর বাজার আহ্বায়ক কমিটির পক্ষে সাংবাদিক এমআর বাবু, দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাসহ বিভিন্ন মহল ও দৈনিক মাথাভাঙ্গা পরিবারের পক্ষে সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক শোকবার্তায় শোকার্ত পরিচারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
এদিকে মরহুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার বাদ আসর মরহুমার আত্মার শান্তি কামনা করে উথলীস্থ নিজ বাসভবনে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।