কর্মসূচি পালনের কয়েক ঘণ্টার মাথায় ভুল বোঝাবুঝির অবসান : অবরোধ প্রত্যাহারের পর চুয়াডাঙ্গায় স্বস্তি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় গতকাল রোববার সকাল ৬টায় তা প্রত্যাহার করেছে ছাত্রলীগ। গতপরশু রাত ২টায় কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে তা পালন শুরু হলে সকাল হওয়ার আগেই থানায় নেয়া মোটরসাইকেলটি ফেরত দেয়া হয়। ফলে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা গেছে, গতপরশু রাতে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়। রাত দেড়টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি মাকসুদুল হাসান পৌরসভা মোড়ের অদূরবর্তী স্থানের দোতলাস্থ কার্যালয়ের নিচে নামলে পুলিশ তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এক পর্যায়ে তার মোটরসাইকেলটি থানায় নেয়া হয়। এরই প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি জানিয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ও সকল সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। সাথে সাথেই শুরু হয় সড়ক অবরোধ কর্মসূচি পালন। ভোরে দূর পাল্লার কোচসহ অসংখ্য ট্রাক অবরোধের মুখে পড়ে। তেল আনার উদ্দেশে রওনা হওয়া ট্যাংকলরিগুলোও আটকে পড়ে। ভোরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বিশেষ উদ্যোগ নিয়ে সদর থানায় উভয়পক্ষকে ডেকে নেন। মোটরসাইকেল ফেরত দেয়ার পাশাপাশি ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানালে ছাত্রলীগ নেতৃবৃন্দ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। ফলে শুরু হয় পরিবহন চলাচল। নেমে আসে স্বস্তি।