পুলিশ সুপারের অপসারণের দাবিতে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ চুয়াডাঙ্গার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন অবরোধের ডাক দিয়েছে। গতরাত ২টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক এ কর্মসূচি ঘোষণা করে জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে অপসারণের দাবিতে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে।

ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, গতরাতে কোপা আমেরিকা-২০১৫ ফাইনাল খেলা দেখার জন্য ছাত্রলীগ সেক্রেটারির কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতিসহ অনেকে। দোতলা থেকে নিচে নামলে সহসভাপতি মাকসুদুল হাসানকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাঞ্ছিত করে। তার মোটরসাইকেল নিয়ে যায় পুলিশ। বিষয়টি এসপিকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয়ায় তার অপসারণের দাবিতে ছাত্রলীগ তাৎক্ষণিক এ কর্মসূচির ঘোষণা দেয়।

Leave a comment