বাংলাদেশ আর দরিদ্র নয় : জয়

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ আর দরিদ্র দেশ নয়। যা এখন আনুষ্ঠানিকভাবে একটি মধ্যম আয়ের দেশ। গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, গত ৬ বছরে আমাদের সরকারের সময় মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি হয়েছে, দারিদ্র্যসীমা কমে প্রায় অর্ধেক হয়েছে, আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের কঠোর পরিশ্রমকে জানাই ধন্যবাদ। তিনি লিখেছেন, আমরা এখন নিম্ন মধ্যম আয়ের সীমায় রয়েছি, কিন্তু আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের শেষ দিকে আমরা উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবো, যা আমাদের লক্ষ্য ২০২১ সালের বেশ আগে। আমাদের পরবর্তী লক্ষ্য ২০৪১ সালের মাঝে একটি উন্নত দেশ। গত বুধবার বিশ্বব্যাংকের তরফ থেকে জানানো হয়, মাথাপিছু আয়ের বিচারে তাদের সূচকে বাংলাদেশের অবস্থান নিম্ন-মধ্য আয়ের দেশের কাতারে পৌঁছেছে।