জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তের মানিকপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৪০ মিনিট স্থায়ী পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি স্থান পায়।
বিজিবি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজাপুর সীমান্তের মানিকপুর ৭২/১-এস পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নারী ও শিশু পাচার প্রতিরোধ, সীমান্ত চোরাচালান রোধ, ভারত থেকে মাদকদ্রব্য পাচার হয়ে আসা বন্ধ, উভয় দেশে অবৈধ অনুপ্রবেশ রোধ এবং ভারতীয় তারকাঁটা কাটা বন্ধকরণসহ অন্যান্য বিষয়াদি স্থান পায়। পতাকা বৈঠকে রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন। অপরদিকে বিএসএফের পক্ষে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই যীতেন্দ্র সিংহ নেতৃত্ব দেন।