ঘোলদাড়ি-চুয়াডাঙ্গা সড়কে রাস্তার ওপর ধান লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ি-চুয়াডাঙ্গা সড়ক পাকাকরণের দাবিতে ছয়ঘরিয়া গ্রামের কাঁচা রাস্তার কাদার ওপর ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ মাত্র দু কিলোমিটার রাস্তার জন্য প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয় চুয়াডাঙ্গায়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে রাস্তার ওপর ধানের চারা লাগিয়ে ঘোলদাড়ি-চুয়াডাঙ্গা সড়ক পাকাকরণের দাবি জানিয়েছে এলাকাবাসী। চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জ বাজার থেকে বলেশ্বরপুর গ্রাম পর্যন্ত রাস্তা পাকা হয়েছে দীর্ঘদিন আগে। কিন্তু বলেশ্বরপুর গ্রামের শেষ থেকে ছয়ঘরিয়া গ্রাম হতে ঘোলদাড়ি বাজার মাত্র দু কিলোমিটার। রাস্তটি বর্ষা এলেই কাদা জমে জনমানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।