১৫ বছর বয়সীরাও পাবে স্মার্টকার্ড

স্টাফ রিপোর্টার: ১৫ বছর বয়সীদের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড তুলে দিবে নির্বাচন কমিশন (ইসি)। পর্যাযক্রমে ভোটার এবং ভোটার নন-এমন নাগরিকদেরও দেয়া হবে স্মার্টকার্ড। এ লক্ষ্যে আগামী ২৫ জুলাই দেশব্যাপি ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে ইসি। এ কাজটি সফলতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১৮ সদস্যের সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ইসির মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বলেন, ভোটারসহ পর্যায়ক্রমে অন্যদেরও স্মার্টকার্ড দেয়া হবে। এ লক্ষ্যে শিগগির ১৫ বছর বয়সীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। আশা করি স্বল্প সময়ের মধ্যে দেশের নাগরিকদের উল্লেখযোগ্য অংশের কাছে স্মার্টকার্ড তুলে দেয়া সম্ভব হবে।

কমিশনের কর্মকর্তারা জানান, এতোদিন শুধু ১৮ বছরে পদাপর্ণকারী নাগরিকদের ভোটার তালিকায় নাম তুলেছিল কমিশন। এবারই প্রথম আঠারো বছরের কম অর্থাত্ ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করতে যাচ্ছে কমিশন। এ হিসেবে প্রায় সোয়া ৭২ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে আগামী ২৫ জুলাই থেকে মাঠে নামছে ইসি। মূলত  ৩ ধাপে এ কাজটি শেষ হবে। পর্যায়ক্রমে শিশু থেকে শুরু করে সব পর্যায়ের নাগরিকদের তথ্য সংগ্রহ করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেবে ইসি।

প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথমে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। ইতোমধ্যে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে তালিকা হালনাগাদ হয়েছে। এ বছর চতুর্থ দফায় ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে। দেশে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। ইসির তথ্যমতে, দেশব্যাপি ভোটার তালিকা হালনাগাদ একটি বিশাল কর্মযজ্ঞ। এ কাজটি ইসির একার পক্ষে সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। তাই ইসি সচিব মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন হয়েছে। এ কমিটি ভোটার তালিকা হালনাগাদের সার্বিক বিষয় দেখভাল করবে। এছাড়া সীমান্তবর্তী এলাকার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এ কমিটির সদস্যরা তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি করবেন।