ভারতের পশ্চিমবঙ্গে ১৭ বাংলাদেশি গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ তাদের গ্রেফতার করে। বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছেন। এদের মধ্যে আটজন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ বনগাঁ-দক্ষিণেশ্বরগামী ডিএন-৪৪ রুটের একটি বাসকে থামায়। বাসে তল্লাশি চালিয়ে মোট ১৭ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ সময় পাচারকারীদের মূল হোতা নাজমুল ফকিরকেও গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশের নড়াইল জেলার গাজীরহাট এলাকার বাসিন্দা। নাজমুলের কাছ থেকে ১৪ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। নাজমুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার দাবি করেন, ১৭ বাংলাদেশির প্রত্যেকের কাছ থেকে নাজমূল পাঁচ হাজার টাকা করে নিয়েছিলো ভারতে নিয়ে আসার জন্য। এদিন তিনি মোট ৪০ জনকে শ্রমিকের কাজ দেয়ার লোভ দেখিয়ে মুম্বাই নিয়ে যাচ্ছিলেন। চোরাপথে সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। পুলিশি জেরায় নাজমুল স্বীকার করেছেন, এর আগেও তিনি একাধিকবার এ ধরনের মানবপাচারের সাথে জড়িত ছিলেন। নাজমুলকে জেরা করে এ চক্রের সাথে জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।