কার্পামডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার পীরপুরকুল্লায় জিনের বাদশা পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে নানা হুমকি দেয়া হয়েছে। বিকাশে টাকা দিতে গেলে বিকাশের মালিক রফিকের হস্তক্ষেপে প্রতারিত সাইফুল আলী পেয়েছে রক্ষা পেয়েছেন।
জানা গেছে, গত মঙ্গলবার রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের হিসাবের ছেলে সাইফুলের কাছে ০১৭৯৬-২৯২০০১ নম্বর থেকে জিনের বাদশা পরিচয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে না দিলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়া হয়েছে। ভয়ে সাইফুল কাউকে কিছু না বলে কার্পাসডাঙ্গা বাজারের রফিক টেলিকমে বিকাশ করার জন্য যান। রফিক টেলিকমের মালিক বিষয়টি বুঝতে পারলে টাকা দিতে নিষেধ করেন। আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন সাইফুল।