জীবননগর উপজেলা পরিষদের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

SAMSUNG CAMERA PICTURES

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ১০৪ জন মেধাবী শিক্ষার্থী প্রথমবারের মতো পেলো জীবননগর উপজেলা পরিষদের শিক্ষা বৃত্তি। গতকাল মঙ্গলবার ৪ লাখ টাকার এ বৃত্তি শিক্ষার্থীদে হাতে তুলে দেয়া হয়। শিক্ষার উন্নয়নে জীবননগর উপজেলা পরিষদের তহবিল হতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। আলোচনাসভায় বক্তারা বলেন, অনগ্রসর জীবননগর উপজেলায় শিক্ষার হার বৃদ্ধি ও মনোন্নয়নে এ বৃত্তি প্রতিবছর প্রদান করা হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য বিবেচিত হবে। গতকাল জেএসসি ও জেডিসি পর্যায়ে ২ হাজার ৫শ, এসএসসি ও দাখিল পর্যায়ে ৩ হাজার এবং অনার্স পর্যায়ে প্রতিজনকে ৪ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা ১০৪ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়।