ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে খুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের মডার্ন মোড় এলাকায় গতকাল সোমবার রাত ৯টার দিকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল ইসলামকে (২৮) কুপিয়ে খুন করেছে একদল দুর্বৃত্ত। সে শহরের ব্যাপারীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার গির্জার সামনে স্বেচ্ছাসেবকলীগ কর্মী তরিকুল ইসলামকে রাতে ৯টার দিকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি। তবে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলেও তিনি জানান। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও পুলিশ জানায়। এদিকে নিহত তরিকুল ইসলাম স্বেচ্ছাসেবকলীগ কর্মী বলে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জেল থেকে বের হয়ে আসা এক বন্ধুর সাথে দেখা করতে তরিকুল রাত নয়টার দিকে শহরের ষাটবাড়িয়া এলাকায় যান। ওই এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

Leave a comment