জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে মার্কশিট প্রশংসাপত্র প্রদানে বাধ্যতামূলক টাকা আদায়ের অভিযোগ

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০১৫ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট মার্কশিট, প্রশংসাপত্র প্রদানে বাধ্যতামূলক টাকা নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে মার্কশিট, প্রশংসাপত্র নিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ আড়াইশ টাকা দাবি করেন। যাদের টাকা নেই, তাদের মার্কশিট-প্রশংসাপত্র দেয়া হয়নি। শিবলী, তুহিন, চঞ্চল, সাঈদ, বিশ্বজিৎ, সোহেল খন্দকার, রবীন, হাবিবসহ প্রায় ২০ জন ছাত্র অভিন্ন ভাষায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন তারিখ শেষ হতে যাচ্ছে, প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র উত্তোলন করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ আড়াইশ টাকা দাবি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় আমরা প্রধান শিক্ষকের সাথে একাধিকবার যোগাযোগ করলে তিনি ব্যস্ত দেখিয়ে ফোন কেটে দিয়েছেন। অনেক ছাত্র-ছাত্রী দাবিকৃত টাকা দিতে না পেরে দীর্ঘক্ষণ বিদ্যালয় প্রাঙ্গণে বসে থেকে নিরাশ হয়ে বাড়ি ফিরে গেছে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, শুধু আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় নয়, ইউনিয়ন এলাকার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কশিট, প্রশংসাপত্র দেয়ার নামে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বাধ্যতামূলকভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভকারী নিজেকে শাহাজান আলী পরিচয় দিয়ে এ প্রতিবেদককে বলেন, স্যার একটু বাইরে আছেন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, টাকা নেয়ার কোনো নীতিমালা নেই। তিনি ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলে তিনি তদন্ত করার নির্দেশ দিলেই ব্যবস্থা নেয়া হবে। এ অভিযোগের সত্যতা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাংকের কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো বলে ফোন কেটে দেন।