৮ম বেতন স্কেল বাতিলের দাবি ইবি শিক্ষকদের

ইবি প্রতিনিধি: অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালযের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের করিডোরে মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল ও তা পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে গতকাল রোববার বেলা সোয়া ১১টায় অনুষদের নিচের করিডরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম-মহাসচিব অধ্যাপক এএইচএম আক্তারুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত বৈষম্যমূলক ৮ম জাতীয় বেতন স্কেল বাতিল এবং পুনর্নির্ধারণের দাবি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রাণের দাবি। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এ দাবি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা অষ্টম জাতীয় বেতন স্কেলকে বৈষম্যমূলক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানান এবং কাঙ্ক্ষিত এই যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভদৃষ্টি কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রাশিদ আসকারী, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক মেহের আলী, অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ।