পল্টনে ১৩ মানবপাচারকারী আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান পল্টনে গতকাল রোববার সন্ধ্যায় সিকদার ওভারসিজ ও আল-হাসিব ওভারসিজে অভিযান চালিয়ে ১৩ মানবপাচারকারীকে আটক করেছে ৱ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৱ্যাব-৩)।

ৱ্যাব-৩’র উপপরিচালক মো. মহিউদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে পুরান পল্টনের ১১ নম্বর ইব্রাহিম ম্যানশনের দুটি অফিসে অভিযান চালিয়ে সিকদার ওভারসিজের মালিক মো. সিকদার এবং আল-হাসিব ওভারসিজের মালিক মো. জসিমউদ্দিনসহ ১৩ জনকে আটক করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রতিষ্ঠান দু’টি মানুষকে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিভিন্ন দেশে মহিলাসহ মানবপাচার করে আসছিল।’ তিনি আরও বলেন, ‘সিকদার ওভারসিজের কোনো লাইসেন্স নেই। এটা টোটালি অবৈধ। তবে আল-হাসিবের লাইসেন্স থাকলেও তারা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এক দেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে তারা অন্য দেশে লোক পাঠায়।’ মহিউদ্দিন বলেন, বাকি ১১ জন দালালী করত। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশে গমনে ইচ্ছুক ব্যক্তিদের জসিম ও সিকদারের অফিসে নিয়ে আসত।