ঢাকা থেকে সারা দেশে পণ্য পরিবহন ধর্মঘট

 

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল রোববার পরিবহন সংস্থা বাংলাদেশ পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি এবং ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতি যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। ঈদ সামনে রেখে পণ্য পরিবহনে পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক দোলন কান্তি বড়ুয়া। তিনি জানান, পুলিশের বেপরোয়া চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের মারধরের ঘটনায় প্রতিকার না পেয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। তাদের চার দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তিনি। ধর্মঘটের বিষয়টি রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, সংগঠনের সদস্যদের মাধ্যমে প্রতিদিন সাতশ থেকে আটশ ট্রাক ও কাভার্ডভ্যানে মালামাল লোড-আনলোড করা হয়। ঈদ উপলক্ষে এর পরিমাণ বেড়েছে।