ছিনতাইকারীচক্রের সদস্য আজাহারকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

দর্শনা রিফুজি কলোনি রোডে ছিনতাই প্রস্তুতিকালে মহল্লাবাসর প্রতিরোধ

 

দর্শনা অফিস: দর্শনার বিভিন্ন ওলিগলিতে বেশ কিছুদিন ধরে ঘটছে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা। পুলিশ ছিনতাইকারীদের ধরতে জাল বিস্তার করলেও সে জালে কাউকেই ফেলতে পারেনি। দর্শনা পরাণপুর রিফুজি কলোনিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মহল্লাবাসী করেছে প্রতিরোধ। ধারালো অস্ত্রসহ ছিনতাইকারীচক্রের সদস্য আজাহারকে ধরতে পারলেও অন্যরা পালিয়েছে। আজাহারকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতরাত সাড়ে ১১টার দিকে দর্শনা পুরাতনবাজার-পরাণপুর সড়কের রিফুজি কলোনি নামক স্থানে ৩/৪ জনের সশস্ত্র ছিনতাইকারীচক্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় টের পেয়ে যায় মহল্লাবাসী। খবর দেয়া হয় পুলিশে। মহল্লাবাসী ধাওয়া করে ধরে ফেলে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা পুরাতন মসজিদপাড়ার ফুলবাশ মিয়ার ছেলে ছিনতাইকারীচক্রের সদস্য আজাহারকে। আজাহারকে গণধোলাই দেয়া হলে সে বেশ কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ও তার সঙ্গীদের নাম পরিচয় স্বীকার করেছে। পুলিশ আজাহারের স্বীকারোক্তি মোতাবেক গতরাতেই অন্যদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছিনতাইকারীচক্রের আর কোনো সদস্যকে গ্রেফতার করতে পেরেছে কি-না তা জানা যায়নি।