স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করতে সিম কোম্পানিগুলোর রাতের অফারে নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি। গতকাল শনিবার জাতীয় সংসদে ঢাকা-১১ আসনের এমপি একেএম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদকে এ তথ্য জানান সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। প্রশ্নকর্তা জানতে চান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এজন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি-না? মন্ত্রী বলেন, এ অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয়। ছাত্র-ছাত্রীরা মোবাইলফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য জানতে পারে। মোবাইলফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়, তা নয়। মন্ত্রী জানান, সিম কোম্পানিগুলোকে রাতের অফার বন্ধ করতে গত মার্চ মাসে একটি নির্দেশনা প্রদান করে বিটিআরসি।